BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাম্পের উপস্থিতিতে ‘ঐতিহাসিক শান্তি চুক্তিতে’ সই করল থাইল্যান্ড-কম্বোডিয়া

ট্রাম্পের উপস্থিতিতে ‘ঐতিহাসিক শান্তি চুক্তিতে’ সই করল থাইল্যান্ড-কম্বোডিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি যৌথ ‘শান্তি চুক্তিতে’ স্বাক্ষর করেছে। রোববার (২৬ অক্টোবর) কুয়ালামপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ‘রক্তপাতের’ পর আমাদের চারজনের মধ্যে অনেক ফোনালাপ হয়েছে। আমার প্রশাসন এই রক্তপাত বন্ধ করতে সক্ষম হয়েছে।

গত জুলাই মাসে কয়েকদিনের রক্ষক্ষয়ী সংঘাতের পর ‘তাৎক্ষণিক’ ও ‘নিঃশর্ত যুদ্ধবিরতির’ মাধ্যমে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত যুদ্ধ শেষ হয়।

স্বাক্ষর অনুষ্ঠানে শান্তি চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে জাতিসংঘের চেয়ে নিজেকে অনেক ভালো বলে মন্তব্য করেন ট্রাম্প।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাশাপাশি থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও মালয়েশেয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার ‘সাহসী’ নেতাদের মধ্যে ‘ঐতিহাসিক’ চুক্তিতে বিশেষ ভূমিকা রাখার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান ট্রাম্প।

শান্তি চুক্তি স্বাক্ষরের আগে যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় ট্রাম্পের নেতৃত্ব’ এবং ‘অক্লান্ত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন মানেত।

তিনি বলেন, ‘কোনো বিরোধ যতই কঠিন এবং জটিল হোক না কেন, শান্তিপূর্ণ উপায়ে তা সমাধান করতে হবে।’ এসময় থাই প্রধানমন্ত্রী চুক্তিতে সহায়তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রশংসা করেন।

গত জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার পাঁচ দিনের সংঘর্ষে দুই দেশের কমপক্ষে ৩৮ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।

ট্রাম্প বর্তমানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিন দিনব্যাপী ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন ত্রয়োদশ আসিয়ান-ইউএস শীর্ষ সম্মেলন এবং বিংশ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি।

মালয়েশিয়া সফরের পর ট্রাম্প সোমবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্পের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে দক্ষিণ কোরিয়া, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হবেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ