ট্রাকসহ চালক আটক: আদমদীঘিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: নওগাঁ ব্যানিজ্য মেলা থেকে বাড়ি ফেরার পথে আদমদীঘির সান্তাহারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র তিন বন্ধু নিহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারী) রাত ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বাঁশহাটির সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার কাজ করেন।
নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনইকি পাড়ার আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ (২০) ও কাহালু উপজেলার কাজিপাড়ার মনজুর আলীর ছেলে মিথুন প্রামানিক (১৯)।
এ ঘটনায় নিহত মিথুন প্রামানিকের বাবা কাহালু উপজেলার কাজিপাড়ার মনজুর আলী বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা করেন। পুলিশ রাতেই ঢাকা মেট্রো- ট- ২৪- ৪০২৫ নম্বর ট্রাক ও তার চালক (ড্রাইভার) নওগাঁ সদরের চক জাফরবাদ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪২) কে আটক করেছে।
জানাযায়, রোববার বিকেলে দুপচাঁয়িা থেকে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ ব্যানিজ্য মেলায় বেড়াতে আসেন। মেলা উপভোগ করার পর মেলা থেকে রাতে দুপচাঁচিয়া বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে যান। রাত ১০টায় তারা বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির সান্তাহার পৌরসভার বাঁশহাটি এলাকা পৌঁছালে একটি কোচ বাসকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা ঢাকা মেট্রো- ট- ২৪- ৪০২৫ নম্বর ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে এক মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের ও ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.