কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ২৩টি দেশীয় ধারালো অস্ত্রসহ তিন জনকে আটক করেছে কোস্টগার্ড ও র্যাব। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ডের পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
আটকরা হলেন, মনির আহমদ (৫২), মো. সোহেল (২৫) ও মো. জিয়াউল ইসলাম (২৭)। তারা সবাই টেকনাফ উপজেলার সাবরাং কাটাবুনিয়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় সংঘবদ্ধ একটি অপরাধী চক্র সাধারণ মানুষকে জিম্মি করে জমি জবরদখল, লুটতরাজ, মাদক কারবার এবং চোরাচালানসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দ্যেশে জড়ো হওয়ার খবরে কোস্টগার্ড ও র্যাবের একটি দল যৌথ অভিযান চালায়।
এতে সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেললে ছয় থেকে সাত জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তিন জনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়।
পরে আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে আস্তানাটি তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় দেশীয় ২৩টি ধারালো অস্ত্র পাওয়া যায়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও মাদক, অস্ত্র, জমি দখল ও চোরাচালানসহ নানা অভিযোগ রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.