টাঙ্গাইল প্রতিনিধি: নারীর অধিকার নিশ্চিতকরণ ও নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি কর্মশালার আয়োজন করে- ‘মানব প্রগতি সংঘ’- টাঙ্গাইল।
শনিবার (১৮ নভেম্বর) শহরের লাজিস কুইজিন রেস্টুরেন্টে ‘নারীবাদী ফোরাম গঠন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয় ।এতে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে সার্বিক সহযোগিতা করেন-‘ মানুষের জন্য ফাউন্ডেশন’।
কর্মশালায় মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম শেলী বলেন- নারীর নিরাপদ অগ্রযাত্রা নিশ্চিত করতে এতে অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে নিজ নিজ জায়গা থেকে সমাধান ও কাজ করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণ করা অন্যান্যরা বলেন- সচেতনতার বিকল্প নাই। সচেতন নারীকে কর্মক্ষম করে বাইরের পরিবেশে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। নারীর অধিকার নিশ্চিত করণে সমাজ ও নাগরিকদের ধারণা, দৃষ্টিভঙ্গি ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনা খুবই জরুরী।
অংশগ্রহণকারীরা আরো বলেন- এই কর্মশালার মাধ্যমে আমরা সমাজে প্রচলিত নানা ধরনের বৈষম্য সম্পর্কে জানতে পেরেছি। যদিও আমরা সমাজের বেদে, পতিতা, ট্রান্সজেন্ডার বা উপজাতিদের প্রতিনিয়ত দেখি কিন্তু তাদের সাথে ঘটে যাওয়া আগ্রাসন সম্পর্কে সচেতন ছিলাম না। আজকের কর্মশালার মাধ্যমে আমরা বিষয়গুলোর কারণ খুঁজে বের করার চেষ্টা করছি কেস স্টাডি ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে।
মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম শেলির সভাপতিত্বে কর্মশালায় আরো যারা উপস্থিত ছিলেন- কণিকা মল্লিক, উপপরিচালক -মহিলা বিষয়ক কর্মকর্তা -মহিলা অধিদপ্তর, টাঙ্গাইল জেলা। মঞ্জুন নাহার, মহুয়া লেয়া পলিয়া, নাজনীন পাপ্পু, কামরুজ্জাহান ফ্লোরা, নাহার চাকলাদার প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.