টাঙ্গাইল প্রতিনিধি: রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের তারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, রংপুর থেকে ছেড়ে আসা আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৫৭ মিনিটে তারাবাড়ি এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গের মালবাহী বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। এর পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ১৬টি বগির মধ্যে ১টি বগি লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে এটাকে নাশকতা মনে হচ্ছে না। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল কমিউটার ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ঢাকায় নিয়ে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.