টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জেলা পরিষদের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস- ২০২৩ উদযাপন করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক বার্ষিক প্রতিবেদন- ২০২৩ এর মোড়ক উন্মোচন করেন।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বেলুন উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতঃপর একটি বর্ণাঢ্য র্যালি বের করেন জেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) খোন্দকার ফরহাদ আহমেদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজিয়া সিদ্দিকী, শিমু খান, খায়রুল ইসলাম তালুকদার, তাহেরুল ইসলাম, মোঃ নাছির খান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.