আজ শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বোয়ালী নিজ বাসার ৩য় তলা থেকে এশার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নিজ বাসায় রুমে ভিতর এশা মির্জার শিশু পুত্রের কান্না শুনতে পায় তনিমা আক্তার নামের এক নারী। পরে আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
এবিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম বিটিসি নিউজকে জানান, আলোচিত ধর্ষণ মামলার বাদি মির্জা আফরোজ এশা তার তিন তলা বাসার নিজরুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে।
উল্লেখ্য, নিহত আফরোজ মির্জা এশা টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির নামে দায়ের করা ধর্ষণ মামলা বাদি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.