টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে টস হতে দেরি হয়।
আগের ম্যাচ থেকে মাত্র একটি পরিবর্তন প্রোটিয়া একাদশে। স্পিনার তাবরাইজ শামসির পরিবর্তে দলে ঢুকেছেন জেরার্ড কোয়েতজে। ডাচদেরও পরিবর্তন একটি।
ফিরেছেন লোগান ফন বিক, বাদ পড়েছেন রায়ান ক্লেইন। বৃষ্টির কারণে টস হতে বিলম্বিত হয়েছে। তবে কোনো ওভার কাটা যায়নি। দুই ম্যাচের দুইটিতেই জিতে দারুণ ছন্দে আছে দক্ষিণ আফ্রিকা। আর ডাচরা হেরেছে দুইটিতেই।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, তেম্বা বাভুমা, ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হেইনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি।
নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, সাইব্রান্ড এনগালব্রেখট, ফন ডার মারউই, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.