রোববার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড আউচপাড়া এলাকার মামদি মোল্লা স্কুলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আউচপাড়া এলাকায় মামদি মোল্লা স্কুলে নৌকা প্রতীকের উঠানবৈঠক শেষে রাত ১১টায় খিচুড়ি খাওয়া শুরু হয়। এ সময় খিচুড়ি খাওয়া নিয়ে স্থানীয় রিংকু ও রবিন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা দুই পক্ষকে সরিয়ে দেন।
এরপর দুপক্ষ স্কুলের বাইরে পৃথকভাবে অবস্থান নিয়ে পরস্পর শক্তি বৃদ্ধি করতে থাকে। সংবাদ পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
উঠানবৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর নাসির মোল্লা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা আক্তার, মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হারুন অর রশিদসহ স্থানীয় নেতারা।
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, দুগ্রুপের মধ্যে মারামারি হয়েছে, তবে জটিল কিছু নয়। এ বিষয়ে কেউ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.