ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) বিকেলে ঝিনাইদহ-হরিণাকুন্ডু শহরের কিংশুক ব্রিকস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবু, ঘোড়শাল ইউনিয়নের সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস, কোটচাঁদপুর পৌরসভার কর নির্ধারক শুভ কুমার বিশ্বাস ও কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)’র সহ-সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, প্রাইভেটকারে হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমের মায়েদের ঈদ উপহার দিতে যান সাইদুল করিম মিন্টু। সেখান থেকে ফেরার পথে কিংশুক ব্রিকস এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ওই ৫ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘোড়শাল ইউনিয়নের সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস বিটিসি নিউজকে জানান, সাইদুল করিম মিন্টু’র মাথায় আঘাত লেগেছে। কয়েকটি সেলাই দিতে হয়েছে। এছাড়াও কাজী কামাল আহম্মেদ বাবুও গুরুতর আহত হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.