ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। বুধবার (১৭ এপ্রিল) বেলা দেড়টার দিকে ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে একটি ইজিবাইকে থাকা সব যাত্রীই ঘটনাস্থলেই মারা যান। ওই ইজিবাইকে ৭ আরোহী ছিলেন।
এছাড়া ওই ট্রাকের নিচে একটি প্রাইভেট কারও চাপা পড়ে। ওই কারে শিশুসহ ৪ জন আরোহী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তাদেরও মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের তাদের নামপরিচয় জানা যায়নি। বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ারে সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মী শিহাব উদ্দিন বিটিসি নিউজকে জানান, এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নিয়োজিত আছেন বলে তিনি জানান।
আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.