ঝাড়খণ্ডের রোপওয়ের দুর্ঘটনা

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল ঝাড়খণ্ডের দেওঘরের কাছে ত্রিকূট পাহাড়ের রোপওয়েতে মুখোমুখি দুই কেবিনের সংঘর্ষ হয়। তাতে শিশু সমেত এখনও পর্যন্ত ছয়জন গুরুতর আহত হয়। বাকিরা রজ্জুপথেই আটকে পরেন।
বায়ুসেনা ইতিমধ্যেই উদ্ধার কাজে হাত লাগিয়েছে।প্রায় একুশ ঘন্টা এইভাবে পর্যটকেরা আটকে আছেন। ফলে ব্যাহত হয় বাংলা বিহার ঝাড়খণ্ডের ট্যুরিস্ট পরিষেবা। ঝাড়খণ্ডের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে রিপোর্ট পাঠানো হয়েছে।
এটাই ভারতের সব থেকে বড় রজ্জুপথ। মাটি থেকে ৮০০মিটার উঁচু। প্রায় ২৫টি কেবিন রোজ যাতায়াত করে।একএকটি কেবিনে চারজন বসতে পারে।
ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.