জোড়া গোল করে ম্যানসিটিকে জেতালেন আলভারেজ

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতের ম্যাচে জাতীয় দলে মেসির সতীর্থ আলভারেজ করলেন জোড়া গোল। তার সঙ্গে বাকি গোলটি উপহার দিয়েছেন স্প্যানিশ তারকা রদ্রি।
ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই অচেনা এক সিটিকে দেখতে পায় দর্শকরা।
এই সুযোগে এগিয়ে যায় রেড স্টার। প্রতি-আক্রমণ থেকে রেড স্টারকে দারুণ ফিনিশিংয়ে গোল করে এগিয়ে দেন উসমান বুখারি। শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
বিরতির পর অবশ্য নিজেদের চেনা ছন্দে ফিরে আসে ইংলিশ চ্যাম্পিয়নরা।
খেলা শুরুর ২ মিনিট পরেই আরলিং হালান্ডের কাছ থেকে বল পেয়ে গোল করে দলকে সমতায় ফেরান আলভারেজ। এর খানিক বাদে আবারও এগিয়ে যায় সিটিজেনরা। ৬০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা।
আলভারেজের দ্বিতীয় গোলের একটু পর ফোডেনের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ৩-১ করে ম্যাচ রেড স্টারের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান রুদ্রি।
এরপর ব্যবধান আরও বড় করার সুযোগ এসেছিল হালান্ডের সামনে। কিন্তু তা না হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.