জেলার ইউসুফপুর কান্দি পাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল সহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকআজ রোববার বিকাল ৫টার সময় রাজশাহী জেলার ইউসুফপুর গ্রামের কান্দি পাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল সহ ১জনকে গ্রেফতার করেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি-ইউসুফ পুর ক্যাম্প)।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৭০০০ হাজার টাকা। ঘটনা টি ঘটেছে ইউসুফপুর পুরাতন বিজিবি ক্যাম্পের ৭০-৮০গজ দুরে। আটক ব্যক্তির নাম শ্রী- চন্দন (২৩)তিনি মৃতঃআনন্দর ছেলে বাড়ি ইউসুফ পুর গ্রামের বাহাদুর পাড়া ।

এ ব্যাপারে ইউসুফপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু তালেবের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিদিনের মতো আমরা টহলে ছিলাম , হঠাৎ দেখতে পায় ১জন  মাথায় করে বাস ভর্তি বোঝা আর হাতে একটা বাল্টি নিয়ে নৌকা থেকে নেমে উপরে উঠছে, তার গতিবিধি আমার সন্দেহ হলে আমি তাকে চ্যালেঞ্জ করি এবং সঙ্গীয় ফোর্সকে চেক করতে বলি। কিন্তু চেক  করতে গেলে সে মালামাল ফেলে পালানোর চেষ্টা করে  ব্যর্থ হয়। এসময় বাসের বোঝা থেকে বিজিবি সদস্যরা ১৮বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আবু তালেব আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে থানায় হস্তান্তর করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.