জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদকদ্রব্য ও অস্ত্রসহ গ্রেফতার-১০

ঢাকা প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদকদ্রব্য ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (৪ জুন) রাতে সেনাবাহিনী ও র‌্যাব-২ যৌথভাবে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অবস্থিত বিহারি ক্যাম্পে এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো. শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো. রাসেল (২২), মো. ইমরান (৩২), মো. শাহাদাত (২০) এবং মো. নয়ন (২৩)।
অভিযানের বিষয়ে সেনা কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, জেনেভা ক্যাম্পে মাদকের একটি বড় চালান রয়েছে। সেই তথ্য অনুযায়ী চারটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে ১০ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা টাকাসহ সব আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র‌্যাব-২ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। তারা আরও বলেন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.