ক্রাইম (ঢাকা) রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে বোবা বিরিয়ানির ইরফানসহ ১১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোররাতে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান। তিনি জানান, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে আজ (শুক্রবার) ভোররাতে পুলিশ ও সেনাবাহিনীর এক যৌথ অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে বোবা বিরিয়ানির আলতাফের ছেলে ইরফানেরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশ ও ক্যাম্প সূত্র জানান, দুই মাস ধরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে। এরই মধ্যে ক্যাম্পের অন্যতম মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ক্যাম্পে বিভিন্ন সময় অভিযান চালিয়ে শতাধিক মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেনেভা ক্যাম্পের একজন বাসিন্দা, ক্যাম্পের বোবা বিরিয়ানির মালিক আলতাফ ও তার ছেলে মাদক কারবারি চক্রের অন্যতম হোতা। সাম্প্রতিক বিভিন্ন সংঘর্ষে অস্ত্রসহ আলতাফ ও তার ছেলেদের দেখা গেছে। এ সংক্রান্ত ভিডিওচিত্রও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আলতাফের পরিবারের সদস্যরা বিরিয়ানি ব্যবসার আড়ালে মাদকের কারবার করে আসছিল।
Comments are closed, but trackbacks and pingbacks are open.