জেএমবি-সর্বহারাদের নিয়ে আতঙ্কে নওগাঁবাসী

নওগাঁ প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন জেএমবি ও সর্বহারা বাহিনীর জামিনে ও পালিয়ে থাকা সদস্যদের নিয়ে নওগাঁয় শঙ্কিত এলাকাবাসী। নির্বাচনে আবারো নাশকতায় জড়াতে পারে বলে  শঙ্কা প্রকাশ করে প্রশাসনের সহায়তা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা । তবে পুলিশের দাবি, নির্বাচনকে ঘিরে যে কোন নাশকতা রোধে জামিনে থাকা ব্যক্তিদের গতিবিধির উপর সতর্ক নজরদারি করা হচ্ছে।

নিষিদ্ধ  জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহেদিন বা জেএমবি ও সর্বহারা বাহিনীর  দেড়শো সদস্য নওগাঁয় বিভিন্ন মামলায় জামিনে রয়েছে। জামিনে থাকা এসব সদস্যদের নিয়ে আতংক প্রকাশ করেছে এলাকাবাসী। ২০০৪  ও ২০০৫ সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় সর্বহারা দমনের নামে জেএমবি বা বাংলা ভাইয়ের উত্থান ঘটে জেলার আত্রাই ও রানীনগর উপজেলায়। সে সময় হত্যা গুম, লুটপাট,  অগ্নিসংযোগসহ নানা অভিযোগে একাধিক মামলায় বেশির ভাগ জঙ্গি সদস্যকে আটক করে পুলিশ। কিছু মামলায় সাজা ভোগ করার পর  অনেকে জামিনে ছাড়া পায়।

স্থানীয়দের আশঙ্কা , জাতীয় নির্বাচনের আগে জামিনে থাকা অনেক সদস্য মহড়া প্রদর্শন করায় আতঙ্ক দানা বেঁধে উঠছে।

স্থানীয় একজন বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ওরা যেনো আমার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’

অপর একজন বলেন, ‘ভবিষ্যতে যাতে এরা আবার আসতে না পারে সেটা ঠেকানোর মতো নেতৃত্ব আমরা চাই।’

জামিনে থাকা এসব জঙ্গি সংগঠনের সদস্যরা যেন ভোটে কোন নাশকতা ও  প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন স্থানীয় জন প্রতিনিধি ও সুশীল ব্যক্তিরা ।

রানীনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান বিটিসি নিউজকে বলেন, ‘এই বাহিনীগুলো আবার আতঙ্ক ছড়াতে পারে কিনা সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা শঙ্কা আছে।’

জেলা কমিউনিস্ট পার্টির এক নেতা বলেন, ‘অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার, জঙ্গিবাদে বিশ্বাসীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করছি।’

তবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: রাকিবুল হাসান বিটিসি নিউজকে জানান, যে কোন নাশকতা রোধে জামিনে ও পালিয়ে থাকা সর্বহারা ও জঙ্গি সদস্যদের ওপর সতর্ক নজরদারি রাখা হচ্ছে।

তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে ব্যাপকভিত্তিক জঙ্গিবাদ বিরোধী মনোভাব তৈরি করার জন্য কিছু কাজ করা হয়েছে। এতে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন আছে।’

জেলা পুলিশের তথ্য মতে, জঙ্গি সংক্রান্ত ৩৩ টি মামলায় ১৮ জন জেল হাজতে, ১শ ৪১ জন জামিনে এবং ২১ জন জেএমবি ও সর্ব হারা সদস্য পালিয়ে রয়েছে।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.