BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে’

‘জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে’

ঢাকা প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে দেশের মিডিয়া খাতে গুণগত পরিবর্তন আসবে।

বুধবার ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। মিডিয়ায় ইতিবাচক পরিবর্তনের জন্য তাদেরকেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, এখনো মিডিয়াতে আওয়ামী লীগের অনুসারীরা বিভিন্ন স্তরে বসে আছেন। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় লেয়ারে তারা অবস্থান করছে এবং বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

জুলাই যোদ্ধাদের জন্য সরকারের উদ্যোগ

মাহফুজ আলম জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে অন্তত ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায়বদ্ধতা থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান

জুলাই যোদ্ধাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আপনারা চেতনা, মননে ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’। কর্মক্ষেত্রে এই পরিচয় যেন সৃজনশীল কাজের চেয়ে বড় হয়ে না ওঠে, সেটি মনে রাখতে হবে। পেশাগত জীবনে আপনাদের অবস্থান হবে সত্যের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে।

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান এবং বলেন, সাংবাদিকতা মানে কেবল সংবাদ পরিবেশন নয়, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম।

অনুষ্ঠানের অন্যান্য বক্তব্য

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক ও সুমনা পারভীন।

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না প্রশিক্ষণ আয়োজনের জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া ১৬ জন জুলাই যোদ্ধাকে সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা ওজন কমাতে ওজেম্পিক গুঞ্জন : ক্ষুব্ধ তামান্না ভাটিয়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩ ব্রাহ্মণবাড়িয়ায় ডাবল মার্ডারের মূল হোতাসহ গ্রেফতার-২ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নির্বাচনী ট্রাক চলমান, এটা রোধ করার ক্ষমতা কারো নাই : মিলন পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়