জুমার নামাজে অংশ নিতে তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল

গাজীপুর প্রতিনিধি: ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে। আজ শুক্রবার ভোরে ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, মুসল্লিরা ঢাকা এবং আশপাশ এলাকা থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে, কেউ কেউ পায়ে হেঁটে ইজতেমা ময়দানের প্রতিটা প্রবেশ পথ দিয়ে ময়দান আসছেন।
শুক্রবার ভোরে প্রথম পর্বের আয়োজক তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান জানান, শুক্রবার বাদ ফজর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক সাহেব। এরপর সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে, তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল সাহেব।
এছাড়াও বিশেষ কিছু প্রোগ্রাম রয়েছে, যার মধ্যে সকাল ১০টায় শিক্ষকদের বয়ান ও বয়ানের মিম্বারে বয়ান করবেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের সাথে নামাজের মিম্বারে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান সাহেব (আলিগড়), খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।
তিনি আরও জানান, এদিকে জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। এছাড়া বাদ জুমা বয়ান করবেন জর্ডান এর শেখ উমর খাতিব সাহেব, বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের সাহেব (বাংলাদেশ), আর বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.