রংপুর প্রতিনিধি: জাতীয়পাটির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর জাতীয়পার্টি।
বিকেলে দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল নিয়ে রংপুর নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে সমাবেশ করে। এসময় পুলিশকে ২৪ ঘন্টার মধ্যে মামলা নিয়ে অপরাধীদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় হরতালসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতারা।
এতে দলের প্রেসিডিয়াম সদস্য ও কো চেয়ার মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যন্যরা বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.