জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে বাগেরহাটে বিএনপির বস্ত্র বিতরণ


বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে শহরের সরুইস্থ দলীয় কার্যালয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।
এসময়, বিএনপি নেতা শেখ সাহেদ আলী রবি, মঞ্জুর মোরশেদ স্বপন, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল আসলাম আজাদ বুলু, মেহেবুবুল হক কিশোর, শহিদুল ইসলাম স্বপন, জেলা কৃষকদলের সভাপতি আসাবুদ্দৌলা জুয়েল, জেলার জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, শৃমিক দল নেতা এস এম আলমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন সহস্রাধিক হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.