জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চন্দ্রিমা থানা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনের আশেপাশে অবস্থানরত অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এ খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং রাজশাহী মহানগর যুবদলের সদস্য আরিফুজ্জামান সোহেল আরিফ। সঞ্চালনায় ছিলেন চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য আব্দুল কাদের উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
খাবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম, মোঃ মাহফুজ আলী মানিক, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন শেখ, যুগ্ম আহ্বায়ক মোঃ অপূর্ব, ১৯ নং ওয়ার্ড দক্ষিণ ছাত্রদলের সভাপতি নয়ন ইসলাম।
এছাড়া চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিজভী রেজা সাগর, যুগ্ম আহ্বায়ক মোঃ এরশাদ আলী, মোঃ জয় এবং ১৯ নং ওয়ার্ড দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জেকি, সদস্য সচিব মোঃ রমজানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেমি, শিমুল, ধলু, রানা, সিয়াম, রবিউল, রাসেল, সজীব, সোহান, সিফাত, জিমসহ শতাধিক নেতা-কর্মী।
এই আয়োজনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের আদর্শ এবং তার মানবিক দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
উল্লেখ্য, এই ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে যুবদলসহ দলের অঙ্গসংগঠনগুলো মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় নীতি এবং সেবামূলক কার্যক্রমের বার্তা পৌঁছে দিচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.