জিএসটি, আম্ফান সহ কেন্দ্রের কাছে রাজ্যের সব বকেয়া চান মুখ্যমন্ত্রী
কলকাতা প্রতিনিধি: আইসিএমআর-এর টেস্টিং ল্যাবরেটরির ভার্চুয়াল উদ্বোধনের অনুষ্ঠানে,করোনা পরীক্ষার নয়া মেশিন ‘কোবাস” কোবাস’-এর উদ্বোধন হল আজ ৷ অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজ্যের বকেয়া দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
কলকাতা, নয়ডা ও মুম্বই– এই তিন শহরে অত্যাধুনিক করোনা পরীক্ষাগার চালু হল ৷ প্রধানমন্ত্রী এ দিন জানান, এই ল্যাবে শুধু করোনা পরীক্ষাই হবে না, ভবিষ্যতে আরও অন্যান্য রোগেরও পরীক্ষা হবে, যেমন হেপাটাইটিস বি ও সি, ডেঙ্গি ইত্যাদি ৷
মুখ্যমন্ত্রীর কথায়, ‘আপনারা বলছেন রাজ্যকে এসডিআরএফ (রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী)-র ফান্ড থেকে করোনা মোকাবিলায় খরচ করতে৷ এরপর যদি প্রাকৃতিক বিপর্যয় আসে, তা হলে কোথা থেকে টাকা খরচ করব? তাই কোভিড-১৯ এর জন্য আলাদা ফান্ড গড়ে দিলে ভাল হয় ৷ ‘
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.