বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে লোহিত সাগরে একটি জাহাজ আটক করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজটি জাপানি কোম্পানির দ্বারা পরিচালিত হত।
গতকাল রোববার (১৯ নভেম্বর) গ্যালাক্সি লিডার নামের জাহাজটি আটক করে হুথিরা। ওই সময় এটি তু্রস্ক থেকে ভারতে যাচ্ছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, জাহাজটি ফিরে পেতে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে জাপান। এছাড়া ইসরায়েলের সঙ্গেও এ ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন জাপানি পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া।
জাপানি প্রতিষ্ঠান নিপ্পন ইয়ুসেনের (এনওয়াইকে লাইন) পরিচালিত জাহাজটি আটকের পর এর তীব্র নিন্দা জানিয়েছে জাপানি সরকার। তারা জাহাজটি ছাড়িয়ে নিতে সৌদি আরব, ওমান, ইরান ও অন্যান্য দেশের সহযোগিতা চেয়েছে।
এ ব্যাপারে জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘জাপান ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে। সঙ্গে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। এছাড়া সৌদি, ওমান, ইরানসহ অন্যান্য দেশের প্রতি আমরা আহ্বান জানিয়েছি ক্রুসহ জাহাজটি দ্রুত ছেড়ে দিতে হুথিদের প্রতি যেন তারা চাপ প্রয়োগ করে।’
এদিকে জাহাজটি ইসরায়েলি ব্যবসায়ীর হলেও; এটি এখন সরাসরি স্বীকার করছে না ইসরায়েল। তবে জাহাজ আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে তারা। দখলদার ইসরায়েল দাবি করেছে, জাহাজ আটকের সঙ্গে ইরান জড়িত।
বিশালাকৃতির জাহাজটি আটকের পর হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় এই অঞ্চলে স্থিতিশীলতা চায় তাহলে তারা যেন গাজায় হামলা বন্ধে কার্যকরী ব্যবস্থা নেয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.