বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির উত্তরাঞ্চলীয় হামবুর্গ শহরের বিমানবন্দরে এক মেয়েকে জিম্মির ঘটনায় সেখান থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, অস্ত্রধারী এক ব্যক্তি নিজের গাড়িতে একটি মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমানবন্দরে ঢুকে পড়ে। ধারণা করা হচ্ছে, নিজের চার বছর বয়সী মেয়েকেই জিম্মি করেছেন অস্ত্রধারী সেই ব্যক্তি। এই ঘটনার পর শনিবার রাতেই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।
অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ। পরিস্থিতি সামলাতে ব্যাপক সংখ্যক পুলিশ এবং জার্মানির বিশেষ বাহিনী এসডাব্লিওএটি’র সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, তারা ওই ব্যক্তির সঙ্গে কথা বলে একটি সমাধান বের করার চেষ্টা করছে৷ তারা বলছে, ‘এটি একটি ভালো দিক হলো-অস্ত্রধারী ওই ব্যক্তির সঙ্গে লম্বা সময় ধরে আলোচনা চলছে এবং সে আমাদের সঙ্গে কথা বলতে চায়।’
সামাজিকমাধ্যম এক্সে পুলিশ জানায়, অভিযান চলছে৷ গাড়িতে থাকা ব্যক্তির সঙ্গে আমাদের দল যোগাযোগ করছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যাত্রী ও সাধারণ মানুষকে বিমানবন্দর থেকে দূরে থাকতে বলেছে পুলিশ।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরের দিকে চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে৷
কর্তৃপক্ষের ধারণা, সন্তান কার কাছে থাকবে সে বিষয়ে বিবাদে লিপ্ত ছিলেন সেই ব্যক্তি। রোববার তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য ‘শিশু অপহরণের’ বিষয়ে অবহিত করেন এবং এর কিছুক্ষণ পরই সে ব্যক্তি গাড়ি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
পুলিশ জানায়, প্রবেশের সময় ওই ব্যক্তি বাতাসে দুই রাউন্ড গুলি এবং এক ধরনের মলটোভা ককটেল নিক্ষেপ করেন। এরপর টার্কিশ এয়ারলাইনসের বিমানে পাশে গিয়ে অবস্থান নেন।
পুলিশের এক কর্মকর্তা বার্তাসংস্থা ডিপিএকে জানান, অস্ত্রধারী ওই ব্যক্তির সঙ্গে তুর্কি ভাষায় আলোচনা চলছে। ৩৫ বছরের ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বা জার্মানিতে বসবাসরত তুর্কি সম্প্রদায়ের কি না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.