জামালপুর প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমদের সাথে নিয়ে দোয়া ও ইফতার মাহফির করেছে জামালপুর জেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার প্রেসক্লাব প্রাঙ্গনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,পিপিএম বার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু,সিভিল সার্জন ডা.আজিজুল হক,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ-বিন-রশিদ, জৈষ্ঠ্য সাংবাদিক উৎপল কান্তি ধর,জামালপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ অ্যাডভোকেট রিশাত রেজোয়ান, জামালপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকরামুল হক নবীন,বেসরকারী ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসূফ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুকুল রানা,ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক তানভীর আহমেদ হীরা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী।
এ সময় দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা এবং এতিম শিশু ও আলেম-ওলামারা অংশগ্রহণ করেন।
পবিত্র মাহে রমজানে উপলক্ষে সকলের গোনাহ মাফ ফরিয়াদ করে জামালপুর জেলা সহ দেশবাসী সকলের শান্তি কামনা বিশেষ মোনাজাত করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.