জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা পুলিশের উদ্যোগে বুধবার দুপুর ১ টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
অপরাধ সভায় পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমান পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জামালপুরে যোগদানের পর থেকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি পুলিশি সেবা কার্যক্রম আরো জোড়দার হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.