জামালপুরে ৩৩ কোটি টাকা ব্যয়ে সাড়ে নয় হাজার ল্যাট্রিন, ২৫০ কোটি টাকার কাজ চলমান (ভিডিও)

জামালপুর প্রতিনিধি: জনস্বাস্থ্য অধিদপ্তরের মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পে জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ মেলান্দহ উপজেলায় ৩৩ কোটি ৭৬ লক্ষ ৬৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৯৬১৮টি স্বল্প মুল্যে ল্যাট্রিন। ফলে অসহায় ও গরীব মানুষের দুর্ভোগ কমে এসেছে। 
এ ছাড়াও সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহপ্রকল্পে জামালপুর জেলায় সাবমারসিবল পাম্পযুক্ত গভীর নলকুপ ১৫৬০টি ও অগভীর নলকুপ ৯৬২টি এবং কমিউনিটি বেউজড ওয়াটার সাপ্লাই স্কিম ৩২৯ টিতে ৮৩ কোটি ৪৪ লক্ষ ৭৮ হাজার, পিইডিপি ৪ উনন্নয়ন প্রকল্পের ৪৮৪টি ওয়াশ ব্লকে ৮৪ কোটি ৭০ লাখ, মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের ৩১টি স্মল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমে ৫ কোটি ৫১ লাখ ৫৬ হাজার, জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ  মেলান্দহ উপজেলায় ৪টি লার্জ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমে ২৪ কোটি ৮৩ লাখ, ৩১ টি স্মল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমে ৫ কোটি ৫১ লাখ,  জামালপুর অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ১০ এমএলডি ক্ষমতা সম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ২১ কোটি ২৮ লাখ ৫২ হাজার, ৪০০ মিটার সারফেজ ড্রেণ উইথ ওয়াল্কওয়ে ১ কোটি ১১ লাখ ২৩ হাজার, ৩০ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যাবিটেশন প্রকল্পে ইসলামপুরে ৩টি পাবলিক টয়লেট, ১টি ফিক্যাল স্ল্যাজ ট্রিটম্যান্ট প্ল্যান্ট ২ কোটি ২৭ লাখ ২২ হাজার, আইরন পানি নিষ্কাশনের প্ল্যান্টে ২ কোটি ১০ লাখ ৩১ হাজার, ৯৮ টি টয়লেট নির্মাণে ৬ কোটি ৯০ লাখ ৩৪ হাজার টাকার কাজ চলমান রয়েছে।  
ল্যাট্রিন পাওয়া সুবিধা ভোগী রুবেল, শহিদুল,  দুলাল সহ কয়েকজন বিটিসি নিউজকে জানান, আমরা ল্যাটিন পেয়েছি৷ তবে আমাদের এলাকায় আরো কিছু গরীব মানুষ আছে এদেরকেও এই ল্যাট্রিন দেওয়ার দাবী জানাই।
এদিকে জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের ৭,৮,৯ এর মহিলা ইউপি সদস্য রওশন আরা বেগম জানান, আমাদের ইউনিয়নে ল্যাট্রিনের কাজ হয়েছে। আমাদের ইউনিয়নে টিউবওয়েল, হাসপাতাল সহ আরো কিছু উন্নয়ন মুলক কাজ করলে আমাদের জন্য ভাল হতো।
তবে এ বিষয়ে জামালপুর জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সুলতান মাহমুদ বিটিসি নিউজকে জানান,  আমাদের প্রায় ১০ হাজার ল্যাট্রিন নির্মাণের কাজ হচ্ছে ৷ আরো কিছু কাজের অনুরোধ এসেছে। আরো কিছু ল্যাটিন নির্মাণের জন্য প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করব৷  বিভিন্ন প্রকল্পের যে কাজ গুলো চলমান রয়েছে সেগুলো শেষ করার জন্য তদারকি করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.