জামালপুরে মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বকশীগঞ্জ, ইসলামপুর ও জামালপুর সদর এলাকায় অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেল ও একটি অটোভ্যান উদ্ধার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন: বকশীগঞ্জের বালুগ্রাম গ্রামের আমিনুল ইসলাম (৪০), সরদারপাড়া গ্রামের রোমান আকন্দ (৩৫), ইসলামপুর উপজেলার কাচিহারা (ফরাজীপাড়া) গ্রামের আল আমিন (৩৫), জামালপুর সদর থানার রাজাপুর গ্রামের মো. ফরহাদ (৩৫)।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক জুলহাস হোসেন জানান, গত ২৫ নভেম্বর চরকাউরিয়া পশ্চিমপাড়া গ্রামে জাহিদ মিয়ার মোটরসাইকেল চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে বকশীগঞ্জ থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
পুলিশ জানায়, বাদীর ঘরের বারান্দা ও মেইন গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ থেকে দুইজন গ্রেফতার ও নিলক্ষিয়া এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে, জামালপুর সদর থানার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। গ্রেফতাররা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিটিসি নিউজকে বলেন, ‘গ্রেফতাররা সকলেই আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। চারজনের বিরুদ্ধে মামলা দায়ের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.