জামালপুর প্রতিনিধি: জামালপুরে মাদক মামলায় এক ভাইকে যাবজ্জীবন কারাদন্ড ও আরেক ভাইকে খালাস দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো: আবুবকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামী ভুট্টু মিয়া ও খালাসপ্রাপ্ত মনু মিয়া সহোদর দুই ভাই, তারা বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ২৪ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ভুট্টু মিয়াকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে পলিথিনে মোড়ানো ৩১ গ্রাম হেরোইন জব্দ করা হয় এবং তার সহোদর ভাই মনু মিয়া পালিয়ে যায়। পরে দুই ভাই ভুট্টু মিয়া ও মনু মিয়ার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়, তারা একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
গত ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারী তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং গত ২০১৯ সালের ২৬ নভেম্বর আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অতিরিক্ত দায়রা জজ মো: আবুবকর সিদ্দিক ভুট্টু মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন এবং মনু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন। তবে রায় ঘোষণাকালে আদালতে আসামী ভুট্টু মিয়া উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ.কে.এম. নাজমুল হুদা ও আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: মোকাম্মেল হক।
Comments are closed, but trackbacks and pingbacks are open.