BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে ড্যাবের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা

জামালপুরে ড্যাবের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা

জামালপুর প্রতিনিধি: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব), কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ড্যাব, জামালপুর শাখার আয়োজনে সপ্তাহ ব্যাপি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি এবং লিফলেট বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

গত ২৭ অক্টোবর ২০২৫ সোমবার থেকে এই কার্যক্রম চলমান রয়েছে। জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আউটডোর ও ইনডোরের রোগীদের লিফলেট বিতরণের মাধ্যমে কয়েকদিন ব্যাপি এই কার্যক্রম সূচনা করেন ড্যাবের সম্মানিত সদস্য বৃন্দ।

উপস্থিত ছিলেন, ড্যাব জামালপুর এর আহ্বায়ক ডাঃ আহম্মদ আলী আকন্দ, সদস্য সচিব ডাঃ মোহাম্মদ তারিকুল ইসলাম,জামালপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, সহকারী পরিচালক ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুর ডাঃ মুহাঃ মাহফুজুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ ইসমাইল হোসেন, আবেদনবিদ ডাঃ মাহবুব ই মুস্তাফা রনি, বিশিষ্ট ডেন্টাল সার্জন ডাঃ এম আর সিদ্দিক, শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ সাঈফুল আমীন, ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ এএএম তাহের, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ জাহাঙ্গীর আলম, শিশু বিশেষজ্ঞ ডাঃ সেলিম মৃধা, ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডাঃ হারুণ অর রশীদ, ইএনটি বিশেষজ্ঞ ডাঃ কামরুল ইসলাম, প্যাথলজিস্ট ডাঃ শরীফ আবদুল্লাহ সহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা তৈরির অংশ হিসেবে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে লিফলেট বিতরণ করেন ইউএইচএফপিও ডাঃ এএএম তাহের। এবং পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় লিফলেট বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সর্বসম্মতিক্রমে।

সচেতনতা তৈরির কার্যক্রমের অংশ হিসেব জামালপুর জিলা স্কুলে প্রভাতি ও দিবা শাখার ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন ও লিফলেট বিতরণ করা হয়।

স্কুল কেন্দ্রিক কর্মসূচীতে অংশগ্রহণ করেন, ড্যাব সদস্য সচিব ও সদস্য, কেন্দ্রীয় ড্যাব, ডাঃ মোহাম্মদ তারিকুল ইসলাম, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ এএএম তাহের, ডাঃ এমআর সিদ্দিক, ডাঃ সেলিম মৃধা, ডাঃ সাঈফুল আমীন।

একই সাথে পরবর্তী জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়েও সংক্ষিপ্ত আলোচনা ও লিফলেট বিতরণের বিষয়েও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করল তাইওয়ান বয়স্কদের জন্য এক হাজার ক্লাব তৈরি করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা ৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান আজ ৫২-তে পা সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা স্কাই স্টেডিয়াম নিয়ে বিভ্রান্তি, সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামের ক্ষতি করতে চায় : সালাহউদ্দিন আহমদ মৎস্যজীবীদের শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকেও মূল্যায়নের আওতায় আনতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সরকার : ধর্ম উপদেষ্টা মোরেলগঞ্জে ঘষিয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত