জামালপুর প্রতিনিধি:জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান।
তিনি বলেন, ১৬ জুন নমুনা পরিক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
ডা. আবু হাসনাত মোস্তফা জামান, সহকারী অধ্যাপক (অর্থো সার্জারী) হিসেবে জামালপুর মেডিকেল কলেজে কর্মরত। এ পর্যন্ত ১২ জনের নমুনা পরিক্ষায় এই প্রথম একজন চিকিৎসকের করোনা সনাক্ত হলো।
তিনি আরও বলেন, হাসপাতালে করোনা পরিক্ষার সব ধরনের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই ১০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে। তিনি জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.