জাপানে মার্কিন বিমানঘাঁটিতে বিস্ফোরণ, আহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমের ওকিনাওয়া দ্বীপের কাদেনা মার্কিন সামরিক ঘাঁটির অস্ত্র সংরক্ষণ এলাকায় বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত চার জাপানি সেনা আহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (৯ জুন) এ তথ্য জানানো হয়েছে।
কাদেনা ঘাঁটির ওই স্থাপনায় বোমা পুনঃনিরীক্ষণ জন্য মরিচা ধরা কিছু বস্তু পরিষ্কার করছিলেন জাপানের এসডিএফ সদস্যরা। সেসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চার সদস্য আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়।
বিস্ফোরণের ঘটনায় এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, কাদেনা বিমান ঘাঁটির গোলাবারুদ সংরক্ষণ এলাকায় ওকিনাওয়া প্রিফেকচারাল সরকার পরিচালিত স্থাপনায় বিস্ফোরণটি ঘটেছে। এ ঘটনায় কোনো মার্কিন সেনা জড়িত ছিল না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বলা হয়, সেনারা স্থাপনাটি পরিদর্শন করতে গেলে হঠাৎই একটি যন্ত্র বিস্ফোরিত হয়। জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্স (এসডিএফ) জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তারা তদন্ত শুরু করেছে।
প্রিফেকচারাল কর্মকর্তারা জানিয়েছেন, সেনাদের আঘাত গুরুতর নয়। তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কিছু জানা যায়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করেছিল। ১৯৪৫ সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি বেসামরিক লোক নিহত হন।
পরবর্তীতে ১৯৭২ সালে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব। তবে চুক্তি অনুযায়ী সেখানে তাদের সামরিক ঘাঁটি রেখে দেয়।
গত অক্টোবরে দক্ষিণ জাপানের একটি বাণিজ্যিক বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত মার্কিন বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় একটি বড় গর্ত তৈরি হয় এবং কয়েক ডজন ফ্লাইট স্থগিত করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.