জাপানি বিনিয়োগ বাংলাদেশ অগ্রাধিকার দেয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 

বিশেষ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। জাপানের কোম্পানিগুলোর বিনিয়োগ আমরা অগ্রাধিকার দেই।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এসময় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সৌজন্য সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পুনরায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় নসরুল হামিদকে অভিনন্দন জানান জাপানের রাষ্ট্রদূত।
তিনি বলেন, জ্বালানি মহাপরিকল্পনা, সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আমরা সমন্বিতভাবে কাজ করবো।
এসময় বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর কার্যক্রম বাড়ানোর উদ্যোগ, বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেইটিআরও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আন্দু ইউজি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.