জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টার শ্রদ্ধা

সাভার প্রতিনিধি: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। বুধবার (১৪ আগস্ট) সকাল সোয়া ১০টায় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এসময় শহীদের সম্মানে কিছু সময় নীরবে দাড়িয়ে থাকেন। পরে পরিদর্শন বইয়ে সই করেন।
এসময় মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, একটা সুবিধাভোগী শ্রেণি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের চিত্রায়িত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সে কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে কাজ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.