চট্টগ্রাম ব্যুরো: গতকাল ৬ ডিসেম্বর বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগ ও জেলা কমিটির সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. মাসুদ আলম সাগরের সভাপতিত্বে ও দৈনিক যায়যায় কাল পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান, ই টেন টেলিভিশনের চট্টগ্রাম করেসপন্ডেন্ট, সাদা কাগজ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ ফরহাদ, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব রাসেল সরকার, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন এম ইউছুপ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ চৌধুরী, সামাজিক প্রতিষ্ঠান অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, সমাজ সেবক ও জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি মো. নুরুল আবছার তৌহিদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফজলুল করিম নাহিদ, ইমরান আহম্মেদ, দৈনিক দেশবাংলার চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ সোহাগ আরেফিন, আফসার উদ্দীন মাস্টার, সাংবাদিক মাইন উদ্দিন, ইলিয়াছ সুমনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ৪৩ বছর যাবৎ সারাদেশে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। এই সংগঠন ১৯৮২ সাল থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তাদের অবস্থান ও মর্যাদা প্রতিষ্ঠা সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.