জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ: ‘গাজায় অসহনীয় মৃত্যু-ধ্বংসযজ্ঞের পর পশ্চিম তীরেও মানবাধিকার লঙ্ঘন আকাশচুম্বী’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতা ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে ভাষণে তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ও অন্যান্য লঙ্ঘনের পাশাপাশি নতুন করে সংযুক্তির আহ্বানে আমি গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, গাজায় অসহনীয় মাত্রায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞের পর থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরেও মানবাধিকার লঙ্ঘন আকাশচুম্বী হয়েছে।
ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতিকে ‘অনিশ্চিত’ উল্লেখ করে মহাসচিব বলেন, আমাদের অবশ্যই যে কোনো মূল্যে পুনরায় শত্রুতা এড়াতে হবে। গাজার জনগণ এরই মধ্যে অনেক কষ্ট ভোগ করেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.