বিশেষ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মিরপুরের বাউনিয়ায় ৬টি খাল পুনর্খননের কাজ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। এ সময় উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান স্কেভেটরে উঠে কাজের উদ্বোধন করেন।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে খাল খননের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাজধানীতে এবার সত্যিই সত্যি খাল উদ্ধার কাজ শুরু হলো। এই কাজে বাধা এলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।
এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অল্প সময়ে বড় সংকটের সমাধান এই সরকার করতে পারবে না। তবে এর একটি রূপরেখা করতে চায় অন্তর্বর্তী সরকার।
খাল খনন কাজের উদ্বোধনে লাল গালিচার ব্যবহার নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ওটা অবশ্য আমি খেয়াল করিনি, আপনি খেয়াল করেছেন?
ঢাকা ও এর আশেপাশের ১৯টি খালকেই পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলেও জানান পরিবেশ ও বন উপদেষ্টা। তিনি বলেন, ব্যয় সাশ্রয়ী পথেই সমন্বয় করা হবে এই কার্যক্রম।
এর আগে রিজওয়ানা হাসান বলেন, এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের চারটি নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। দক্ষিণ কোরিয়া, চীন, লন্ডন, নেপাল, ইন্দোনেশিয়া বলেন—১০ বছরের আগে কোনো দিনও কোনো নদীকে ওভাবে দূষণমুক্ত করতে পারেনি। বিষয়টি হচ্ছে এমন একটি অ্যাকশন প্ল্যান দেওয়া, যেখানে বলা থাকবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছর কী করা হবে, সেই কর্মপরিকল্পনা আমরা চূড়ান্ত করব।
রিজওয়ানা হাসান আরও বলেন, ১৬ ফেব্রুয়ারি এডিবির একটি দল আসবে, তারা আমাদের নেপাল, ইন্দোনেশিয়া ও চীনে তারা কীভাবে তিনটি নদী কীভাবে পুনরুদ্ধার করেছিল, সেই অভিজ্ঞতা শেয়ার করবে। জিপিএস দিয়ে সব দূষণ ম্যাপিং করা হয়েছে। একেকটি নদীর নিচে তিন থেকে ৫ মিটার পলিথিনের স্তর রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.