জলাবদ্ধতার কারণে দেশের বৃহৎ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার কার্যক্রম বন্ধ

দিনাজপুর প্রতিনিধি: অতি বর্ষন জনিত বন্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ। স্বাভাবিক জীবন যাত্রা বিঘ্নিত হয়ে পড়েছে। নিমজ্জিত হয়েছে ফসলি জমি।
পানিতে ভেসে গেছে অনেক আবাদি পুকুর ও জলাশয়ের মাছ। ক্ষতিগ্রস্হ হয়েছে ঘরবাড়ি রাস্তাঘাট। সেই সাথে অচল হয়ে পড়েছে জনজীবন। অতি বর্ষন জনিত বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্হ হয়েছে দেশের বৃহৎ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। জলাবদ্ধতার কারণে গত ২ দিন ধরে এখানকার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। পানিতে বিনষ্ট হচ্ছে মূল্যবান লৌহজাত সামগ্রী।
অতি বর্ষনে বিশেষ করে রবিবারের দিনব্যাপী মূসলধারার বর্ষনে বন্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে স্বাভাবিক জীবন যাত্রা বিঘ্নিত হয়ে পড়েছে। নিমজ্জিত হয়েছে ফসলি জমি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন বিটিসি নিউজকে বলেন,বন্যার পানিতে ২৪৫ হেক্টর জমির ধান নিমজ্জিত হয়েছে। তবে এ জন্য তেমন কোন ক্ষতি হবে না। দ্রুত পানি সরে গেলে এগুলো আবার স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর, মোমিনপুর ইউনিয়নের জোরাই সহ চন্ডিপুর ইউনিয়নের কিছু এলাকার ফসিল জমি বেশী নিমজ্জিত হয়েছে।
যোগাযোগ করা হলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম বিটিসি নিউজকে বলেন, অতি বর্ষন জনিত বন্যায় উপজেলার সাড়ে চার হাজার আবাদি পুকুর ও জলাশয়ের মধ্যে প্রায় এক হাজার পুকুর ও জলাশয়ের মাছ পানিতে ভেসে গেছে।
পার্বতীপুর উপজেলায় অতি বর্ষন জনিত বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল এর সাথে তিনি বিটিসি নিউজকে বলেন,এ ব্যাপারে আমরা সর্বক্ষন তৎপর রয়েছি। বিভিন্ন এলাকায় জলবদ্ধতা নিরসনে বাস্তব সম্মত ব্যবস্হা নেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে মেডিক্যাল সাপোর্ট। ইতোমধ্যে ক্ষতিগ্রস্হদের মাঝে বিতরণের জন্য ৩ মেট্রিক টন চাউল বরাদ্দ পাওয়া গেছে। মূলত যেখানে যেমনটি দরকার সে ভাবেই কাজ করা হচ্ছে।
অতি বর্ষন জনিত বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্হ হয়েছে দেশের বৃহৎ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। পার্বতীপুর উপজেলায় অবস্হিত এই কারখানাটির ভেতরে বন্যার পানি ঢুকে প্লাবিত হওয়ায় এখানকার মূল্যবান লৌহজাত সামগ্রী বিনষ্ট হচ্ছে। বন্যা জনিত কারনে এখানকার সকল কার্যক্রম গত ২ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে ক্ষতিগ্রস্হ হচ্ছে কারখানাটি।
যোগাযোগ করা হলে কারখানার প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বিটিসি নিউজকে বলেন,অতি বর্ষন জনিত বন্যায় কারখানাটি প্লাবিত হওয়ায় গত ২ দিন ধরে কারখানাটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস টার্মিনেল এলাকার ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.