জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ময়নুল ইসলাম’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের অফিস কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃত্যুঞ্জয় রায়, সহ-সভাপতি নাসিমুজ্জামান নাদির, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সুমন, সহ- সাধারণ সম্পাদক এরশাদ আলম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মশিয়ার রহমান, প্রচার সম্পাদক কৃষ্ণ চন্দ্র, কার্যনির্বাহী সদস্য বজলুর রশিদ, রমজান আলী, জুয়েল শাহ, লিটন মিয়া, নাছিম ইসলাম প্রমূখ।
ফুলেল শুভেচছা প্রদান শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানালাম, নবাগত উপজেলা প্রশাসন খুব আন্তরিকতার সহীত আমাদের গ্রহণ করেন।
পাশাপাশি তিনি সব সময় পাশে যে কোনো প্রয়োজনে আমাদের থাকার আগ্রহ প্রকাশ করেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.