জলঢাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় সুষ্ঠুভাবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আয়োজনের লক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহুর রহমান প্রধান, মেডিকেল অফিসার ডাঃ আরিফ হাসনাত, ডাঃ ফিরোজ হাসান খান, এসআই ওসমান গনী ও ইউএমটি-ইপিআই রাশেদুল ইসলাম প্রমুখ।
এসময় ডাঃ আবু হাসান জানান, ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, এবারে উপজেলায় ৬ মাস থেকে ১ বছরের ৫ হাজার ৮ শত শিশুকে নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছরের ৫১ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও ২ শত ৮৯ টি কেন্দ্রে ৫ শত ৭৮ জন স্বেচ্ছাসেবক এই দায়িত্ব পালন করবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও কর্মচারিগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.