জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: প্রেসক্লাব জলঢাকার সদস্য, দাবানল পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলামের মৃত্যুতে স্বরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব জলঢাকার উদ্দ্যোগে গত ৭ই ফেব্রুয়ারী শুক্রবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ স্বরণসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার কর্ম ও শুরা বিষয়ক সদস্য প্রভাষক ছাদের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, সহ-সাধারন সম্পাদক আবেদ আলী, মাইদুল হাসান, কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন বাদশা ও প্রয়াত সাংবাদিক শরিফুল ইসলামের ছেলেবর্গসহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
স্বরণ সভায় সাংবাদিক শরিফুল ইসলামের জীবনী তুলে আলোকপাত করা হয় এবং পরে মৃতের আত্মার মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করান বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.