নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের খালিশা খুটামারা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে নভেম্বর সকালে উক্ত প্রতিষ্ঠানে সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যদিয়ে ১ম শ্রেণী থেকে ৯ ম শ্রেণী পর্যন্ত ২ শত ৭৩ জন ছাত্র/ছাত্রীরা পরিক্ষায় অংশ গ্রহন করে।
অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুর রশিদ বলেন আমাদের প্রতিষ্ঠানে এবারে ২ শত ৭৩ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
অন্যদিকে জলঢাকা পৌর সভার বগুলাগাড়ি একায় অবস্থিত দেলওয়ার হোসেন চৌধুরী দারুল উলুম দাখিল মাদরাসায় ৩ শত ৯ জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশ নেন।
এ বিষয়ে উক্ত মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ এছাহাক আলী বলেন, আমাদের প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশের মধ্যদিয়ে শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছে।
এ সময় শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মীরগঞ্জ ইউনিয়নের পাঠান পাড়া এলাকায় অবস্থিত পাঠান পাড়া এম ইউ আলিম মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত। এবারে ১ ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্য়ন্ত ৩ শত ৪৫ জন ছাত্র/ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহন করেছে বলে জানান উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল আমীন আজাদ।
এ ময়য় উপস্থিত ছিলেন শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.