জলঢাকায় খারিজা গোলনা দীঘির পাড় দ্বি- মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন চারা গাছ রোপন 

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার গোলান ইউনিয়নের খারিজা গোলনা দীঘির পাড় দ্বি- মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়।
মঙ্গলবার (১ লা জুলাই) সকালে উক্ত প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে চারা গাছ রোপন করেন খারিজা গোলনা দীঘির পাড় দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোজাফফর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রউফুল আলম ও অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন জাতের ১৫ টি চারা গাছ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন স্থানে রোপন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.