জর্জিয়াকে উড়িয়ে গ্রুপ সেরা স্পেন

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রথম দেখায় জর্জিয়ার জালে গোল উৎসব করেছিল স্পেন। এবার আর তেমন কিছু করতে পারেনি তারা। তবে ৩-১ গোলের প্রত্যাশিত জয় নিয়ে ঠিকই মাঠ ছেড়েছে সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা। এই জয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে থেকে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শেষ করেছে স্পেন।
জর্জিয়ার মাঠে ৭-১ গোলে জয়ের যে উৎসব করেছিল স্পেন, ফিরতি দেখার শুরুতেও অবশ্য সেই ইঙ্গিত দেয় তারা। চতুর্থ মিনিটে ফ্রান্সে জন্ম নেওয়া স্প্যানিশ ডিফেন্ডার রবিন লুর গোলে এগিয়ে যায় দলটি।
প্রথম লেগের মতো এবার অবশ্য অতটা দাপটও দেখাতে পারেনি স্পেন। বরং দশম মিনিটে ফরোয়ার্ড হাভিচার গোলে সমতা টেনে চ্যালেঞ্জ জানায় ফিফা র‌্যাঙ্কিংয়ের ৭৬ নম্বর দল জর্জিয়া।
অধিকাংশ সময় বল দখলে রেখে বেশ কয়েকবার আক্রমণ করলেও প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি স্পেন। ৫৫তম মিনিটে ফেররান তরেসের গোলে লিড নেয় তারা। আর ৭২তম মিনিটে সফরকারী ডিফেন্ডার লুকা লকসোসউইলির আত্মঘাতী গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় স্পেন।
জয়ের স্বস্তির পাশাপাশি স্পেনের জন্য খারাপ খবরও সঙ্গী হয়েছে এ দিন, বিশেষ করে বার্সেলোনার জন্য। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় হাঁটুতে মারাত্মক আঘাত পান মিডফিল্ডার গাভি। মাঠ ছাড়েন কান্নাভেজা চোখে। স্পেন জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনার গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তিনি।
আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করল স্পেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.