জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিএসটিআই’র ২টি মোবাইল কোর্ট পরিচালনা,  ১৫,০০০/- টাকা জরিমানা

 
প্রেস বিজ্ঞপ্তি:  অদ্য ১৮.১৯.২০২৩ তারিখে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যেগে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে সরিষার তেল এর অনুকূলে বিএসটিআই’র মান সনদ গ্রহণ না করে ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১) বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোর (সরিষার তেল মিল), বটতলী বাজার, ক্ষেতলাল, জয়পুরহাট প্রতিষ্ঠানকে ১০,০০০/- জরিমানা; লেবেল ও মোড়কবিহীন সরিষার তেল উৎপাদন ২) ভাই ভাই অয়েল মিল, ইটাখোলা, ক্ষেতলাল, জয়পুরহাট প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪,০০০/- জরিমানা ও ৩) শামীম কনফেকশনারি, ইটাখোলা, ক্ষেতলাল, জয়পুরহাটকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বিতরণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১,০০০/- জরিমানাসহ ০৩ মামলা দায়ের করে মোট ১৫,০০০/- জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট ০২ টি পরিচালনা করেন  জনাব নুসরাত জাহান বন্যা, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ক্ষেতলাল, জয়পুরহাট ও জনাব জিন্নাতুল আরা, সহাকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ক্ষেতলাল, জয়পুরহাট। 
প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর এ রকম অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক স্বাক্ষরিত/-(ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম), উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান, বিএসটিআই বিভাগয়ি অফিস, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.