বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বাসে হামলার ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ৫০ জনকে আটক করেছে পুলিশ। এখনও ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন কাশ্মীর পুলিশ ও নিরাপত্তারক্ষীরা।
গত রোববার ৯ জুন রিয়াসির দিক থেকে জম্মুর কাটরার বৈষ্ণো দেবী মন্দিরের দিকে যাওয়ার পথে বাসে হামলা করে জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ওই বাস। চালক গুলিবিদ্ধ হলে বাসটি খাদে গড়িয়ে পড়ে।
তার পরেও গুলি থামায়নি জঙ্গিরা। বাসের সকল যাত্রীর মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল তারা। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ৪৩ জনের বেশি আহত।
বাসে এই হামলার পর উপত্যকাজুড়ে তৎপরতা শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। চারজন জঙ্গির স্কেচও প্রকাশ করা হয়েছে। তাদের খোঁজ দিতে পারলে ২০ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা করেছে কাশ্মীর পুলিশ।
কাশ্মীর পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, রিয়াসির বাস হামলায় কারা যুক্ত আছে সে বিষয়ে গোপন সূত্রে গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিলেছে। কিছু এলাকায় তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। তার ভিত্তিতেই আপাতত ৫০ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর যাদের সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেওয়া যাবে, তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.