জবি ক্যাম্পাস রণক্ষেত্র দফায় সংঘর্ষ

ঢাকা প্রতিনিধিআজ সোমবার বেলা ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষ শুরু হয়ে দফায় দফায় সংঘর্ষ চলছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থগিত কমিটির সভাপতি ও সেক্রেটারি গ্রুপের কর্মীরা একত্রিত হয়ে আজ সকাল থেকে ক্যাম্পাসে লাঠিসোটা, রড, চাপাতি, হাতুড়ি নিয়ে অবস্থান নেয় যাতে করে নতুন কমিটি প্রত্যাশীরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে।

সংঘর্ষের ফলে বেশ কয়েকজন আহত হয়েছে কিন্তু এর সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.