জনগণের কাছে আস্থা হারিয়ে নৌকা কোর্টে আশ্রয় নিয়েছে: মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি: জনগণের কাছে আস্থা নৌকা এখন কোর্টে (আদালত) আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জনরায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার। জনগণের কাছে হেরে গিয়ে নৌকা এখন কোর্টে আশ্রয় নিয়েছে।

আজ শনিবার  দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ৩০ ডিসেম্বর ভোট গণনা পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেয়ার আহ্বান জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে উত্তরবঙ্গে গেছেন মির্জা ফখরুল।

আজ সকাল ১১টা ৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ফখরুল।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.