চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হওয়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
প্রসঙ্গত- শনিবার রাতে নেভী কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে চলছিল। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ফখরুল। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একদল লোক কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানও দিতে থাকে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করে খুলশী থানায় নিয়ে যায়।
এদিকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার কে আটকের পেছনে শিবির ক্যাডার নাছির উদ্দীনের হাত রয়েছে বলে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
ফখরুল আনোয়ার আটকের পূর্বে শিবির নাসিরের বেশ কয়েকজন বন্ধু ও ঘনিষ্ঠজন নেভী কনভেনশনে আনাগোনা করতে দেখা যায় বলে একাধিক সূত্র জানায়। শিবির নাসির আগামী জাতীয় সংসদের নির্বাচনে ফটিকছড়ি থেকে নির্বাচন করবে বলে জানা যায়। ফটিকছড়ি আসন নেতৃত্ব শূন্য রেখে খালি মাঠে গোল দেওয়ার কূটকৌশল হিসেবে ফখরুল আনোয়ার কে আটকের ঘটনায় শিবির নাসির জড়িত বলে একাধিক সূত্র ধারণা করছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিবির নাসিরের বেশ কয়েকজন বন্ধু ও ঘনিষ্ঠজন ক্লাবের ভেতর বাইরে আনাগোনা করলেও তারা খাওয়া দাওয়া করেন নি, তাদেরকে ক্লাবের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে লক্ষ্য করা যায়।
একাধিক সূত্র জানায়, বিয়েতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন সহ চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর বিএনপির একাধিক নেতা ও আওয়ামী লীগের একাধিক নেতা অংশ নিয়েছেন। আলহাজ্ব মনজুর আলম ও প্রয়াত আলহাজ্ব রফিকুল আনোয়ারের পরিবার পুরো চট্টগ্রাম এলাকায় মানবিক, সামাজিক ও দানবীয় হিসেবে পরিচিত। এ দুই পরিবার এলাকায় শিক্ষা, সমাজসেবা সহ নানা মানবিক কাজে চট্টগ্রামের মানুষ অনেকভাবে উপকৃত। তাদের কাছে চট্টগ্রামের মানুষ নানাভাবে ঋণী। ফখরুল আনোয়ার কে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.